উপসর্গ

স্তন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গসমূহ…

•    স্তনের ভেতরে পিন্ড অথবা স্তন পূরু হয়ে যায়।
•    স্তনের বোঁটা থেকে রক্ত নিঃসরিত হয়।
•    স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হয়।
•    স্তনের উপরের ত্বকের পরিবর্তন হয় (যেমন: গর্ত হয়ে যায়)
•    স্তনের বোঁটা ভেতরে ঢুকে যায়।
•    স্তনের বোঁটার চামড়া কুচকে যায় অথবা চামড়া ওঠে যায়।
•    স্তনের চামড়া লাল হয়ে যায়।