সম্ভাব্য কারণ

স্তনের ক্যান্সারের কারণসমূহ পরিস্কার নয়। ডাক্তারদের মতে স্তন ক্যান্সার হয় যখন কিছু স্তনকোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এই কোষগুলো স্বাভাবিক কোষের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। সব কোষগুলো একত্র হয়ে একটি টিউমারের জন্ম দেয়। যা স্তনের মাধ্যমে লসিকা গ্রন্থি অথবা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

স্তন ক্যান্সার শুরু হয় স্তনের দুধ নি:সরণকারী নালীর কলা থেকে। চিকিৎসকরা একে Invasive Ductal Cell Carcinoma বলেন। তবে স্তন ক্যান্সারের উৎপত্তি স্তন গ্রন্থি থেকেও হতে পারে। যাকে Invasive Lobular Carcinoma বলা হয়।

স্তন ক্যান্সার জেনেটিক মেকআপ এবং পরিবেশের জটিল মিথস্ক্রিয়া থেকেও সৃষ্টি হয়।

জন্মসূত্রে প্রাপ্ত স্তন ক্যান্সার

চিকিৎসকগণ হিসাব করেন ৫-১০ শতাংশ স্তন ক্যান্সার জিন বিভাজনের সাথে জড়িত। যা পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মে পরিবাহিত হয়। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ত্রুটিযুক্ত জিন স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সবচেয়ে সাধারণ স্তন ক্যান্সার জিন-১ (বিআরসিএ-১) এবং জিন-২ (বিআরসিএ-২) যেগুলো স্তন এবং ডিম্বাশয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।